বিশেষ প্রতিনিধিঃ নওগাঁতে পরীক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার সময় নিয়ে সিদ্ধান্তহীনতার অভিযোগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে নওগাঁর এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ উদযাপন করেন।
মঙ্গলবার ২২জুলাই দুপুর ১টায় নওগাঁর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সরকারি বসিরউদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের (বিএমসি) সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন।#