সাহিত্যে সাংস্কৃতি প্রতিবেদক……………………………………..
শব্দতীর্থ উৎসব ২০২৩ প্রথম পর্ব”এবার ফিরাও মোরে শুভ সূচনা হলো জীবনানন্দ সভা ঘর বাংলা একাডেমি কোলকাতা, ১৭ ডিসেম্বর রবিবার ,বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখে সৈয়দ হাসমত জালাল ( কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব)। তিনি তুলে ধরেন বাংলাদেশের বিজয়ের কথা, ও সাহিত্য চর্চার বিষয় গঠনমুলক বক্তব্য, তার বক্তব্যে ছিলো শব্দতীর্থ কর্ণধার আবৃত্তিরাজকন্যা ঈশিতা দাস অধিকারী জীবনী ও বিভিন্ন মঞ্চে তার শ্রীমধুর কন্ঠের আবৃত্তি নিয়ে নজরুল ও রবীন্দ্রনাথ কবিতায় তার আবৃত্তি। কবি অজিত বাইরী বলেন, কবিতার ও সাহিত্যের, কবি ও সংগঠক কেশবরঞ্জন, সাংগঠনিক ও বিভিন্ন মঞ্চের, সমীর চক্রবর্তী, মিতালী মুখোপাধ্যায়, মহুয়া বসু সেন, রুপা নন্দী মনমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেন। শ্রোতার হৃদয় জয় করে, শ্রুতি নাটকে চমৎকার পরিবেশনা ছিলো, চন্দ্রিমা দত্ত, হেমন্ত মুখোপাধ্যায়, বিশ্বজিৎ সরকার, শুক্লা মাঝি , আবৃত্তিশিল্পী মহুয়া গুপ্ত ঘোষ, মুনমুন বোস, প্রণতি হালদার, ইন্দুভূষণ মহাপাত্র, প্রোগ্রাম কে বর্ণময় সন্ধ্যায় রুপ দিলেন বিভিন্ন কবির কবিতায় আবৃত্তি তুলে ধরেন শ্রোতার মাঝে।
আবহ :প্রসাদ গাঙ্গুলি. উপস্থাপনায়, মৌসুমী ঘোষ দাস ও শুক্লা মাঝি,মঞ্চ সজ্জা ছিলো অসাধারণ। কৈলাশ দাস, সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঈশিতা দাস অধিকারী ( কর্ণধার শব্দতীর্থ)।#