# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর: নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নে এক উপজাতি তরুণীকে ধর্ষণের অভিযোগে শাহীন(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। সোমবার রাতে লালপুর উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরজ্জামান সংবাদ কর্মীদের জানান, গত সোমবার বিকেলে ওই কিশোরী তার বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়।
এ সময় অভিযুক্ত শাহীন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করে। রাতে ওই মেয়ের বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ডহরশৈলা গ্রাম থেকে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার(১৪ই জানুয়ারি-২৫) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।#