
# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ বাগেরহাট পল্লীবিদুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক, কাজদিয়া বাজারের ব্যাবসায়ী, সামন্তসেনা গ্রামের সন্তান শামীম পাটোয়ারী ৪ অক্টোবর রাতে স্টোক করলে তাকে আদ-দীন হাসাপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি অবস্থায় ৫ অক্টোবর রাত আনুমানিক ২.৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা নামাজ ৬ অক্টোবর সোমবার যোহরবাদ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন কাজদিয়া বাজারে সুনামের সহিত ব্যাবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া তিনি বাজার পরিচালনা পরিষদের উপদেষ্টাও ছিলেন। তার অকাল মৃত্যুতে কাজদিয়া বাজার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা রেখে বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান ২ ঘন্টা বন্ধ রাখা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একটি কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।#