# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ৩য় খেলা ৮ অক্টোবর বিকাল ৩ টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোটিং ক্লাব ও বাগেরহাট মাষ্টার ক্লাব। খেলায় দুই দলই শক্তিশালী হওয়ায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে। দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। কোন দলই কেহ কাউকে ছাড় দিতে নারাজ। খেলার প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় নৈহাটি সান স্পোটিং ক্লাবের ১০ নাম্বার জার্সী পরিহিত খেলোয়ার রিয়াজের গোলে দল ১-০ তে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের গোল শোধ করার জন্য বাগেরহাট মাষ্টার ক্লাব মুহুর মুহুর আক্রমন করতে থাকে। সান স্পোটিং ক্লাব দক্ষতার সাথে প্রতিবারই আক্রমন প্রতিহত করে দলের শক্ত অবস্থান ধরে রেখে, বাগেরহাট মাষ্টার ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার সক্ষমতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু তানভির ও আবু বক্কর । খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সৈয়দ মাহামুদ আলী, রূপসা পল্লিবিদুৎ এর এজিএম এ হালিম খান, ফিফা রেফারি মনির ঢালী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুন্না সরদার, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ নিয়ামত আলী,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সাজ্জাত সরদার, রউফুল হক মুকুল, ক্রিড়া সংগঠক আলম শেখ, আযুব খান, ছাত্রনেতা ইরাইল বাবু, হিরোক গোলদার, মিরাজুল ইসলাম মিরান, সুজন শেখ, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।#