
শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ২৯ বুধবার অক্টোবর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
উক্ত সভায় বক্তৃতা করেন, রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, সামন্ত সেনা দাঃ সিদ্দিঃ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শফিউদ্দীন নেছারী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াজ হোসেন,আজিজুল ইসলাম নন্দু, জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ, জিএম আসাদ ফিরোজ মাহমুদ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী প্রমূখ।#