
# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা ২৮ নভেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মা এন্টারপ্রাইজ (লিমন’ অন্তর) একাদশ ও শাহরিয়ান্স ইলেভেন (শাহাজাদা) একাদশ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মা এন্টারপ্রাইজের রিয়াজ একটি চমৎকার গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে শাহরিয়ার ইলেভেনসের জহিরের দুর্দান্ত পাস থেকে জিহাদ গোল করে ম্যাচ ১-১ এ সমতা ফেরান। নির্ধারিত সময়ে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শাহাজাদা আলমগীরের শাহরিয়ার ইলেভেনস ৪–৩ গোলে মা এন্টারপ্রাইজকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের জিল্লালকে কাজদিয়া অনলাইন এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও সুমন রাজু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
ক্রীড়ানুরাগী মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম, সমাজসেবক আলম শেখ।
প্রভাষক বাশির আহম্মেদ লালুর সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, এস. এম. ফারুক, আয়ূব খান, সমাজসেবক আবুল কালাম, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ শেখ, অন্তর, আকরাম শেখ, শাহরুখ, শাহিনুর, তাহমিদ তিশাদ, আনিসার শেখ, তুহিন সালমান, মিরাজুল ইসলাম মিরান, ফেরদৌস, রিশাদ, তাহসিন প্রমুখ।#