
নাহিদ জামান, নিজস্ব প্রতিবেদক, রূপসা: বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখোপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ২০ ডিসেম্বর শনিবার পূর্ব রূপসায় দোয়া শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
বাগমারা দারুস ছালাম জমে মসজিদে আছরবাদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও দোয়া শেষে একটি মিছিল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে রূপসা বাজার হয়ে রূপসা ঘাট প্রদক্ষিণ করে ব্যাংকের মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার সেক্রেটারি মোঃ হাবিবুল্লাহ ইমন। বাগমারা দারুস ছালাম জামে মসজিদ পেশ ইমাম জামায়াত নেতা হাফেজ মোঃ মিজান সেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, ইসলামী যুব আন্দোলন নৈহাটী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মুয়াজ্জেম হোসেন, ইসলামী আন্দোলন ৩নং নৈহাটী ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আরাফাত হোসাইন লিমন, ইসলামী আন্দোলন নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি (পূর্ব) আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম শ্রাবণ, শিবির নেতা আমান গাজী,মোঃ ইমাম হাসান, জিহাদুল ইসলাম, হাফেজ মোঃ সাব্বির হাসান, হাফেজ মোঃ তাহমিদুর রহমান, মোঃ সলেমান শেখ, মোঃ সালমান রহমান রনিআইচগাতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোল্লা সেলিম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ফাহাদ গাজী। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ জসিম উদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের শূরা সদস্য সেলিম রেজা, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আঃ কাদের শেখ, নৈহাটী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল হক, সহ-সেক্রেটারি হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদসহ আট দলীয় জোটের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#