
# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের ঐতির্য্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইসলামী ক্যাডেট একাডেমী’র আয়োজনে ৬ ডিসেম্বর সকালে অত্র প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেনী ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন রূপসা মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান। আমন্ত্রিত অতিথীর বক্তৃতা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আজিজ মোড়ল।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল গফফারের সভাপতিত্ব, শিক্ষক আমান উল্লাহ্ সবুজের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক মিরাজুল ইসলাম , শিক্ষক মোঃ আক্তার খান, চতুর্থ শ্রেনীর বিদায়ী ছাত্র মুশফিকুর রহমান রাফি, পঞ্চম শ্রেনীর বিদায়ী ছাত্র নাবিল জাওয়াত সাবিত।উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মোঃ আল মামুন, আব্দুল জলিল শেখ, মোস্তাক শেখ, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ উমায়ের হোসেন, ঈসা আলী, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ বুলবুল আহমেদ, শিক্ষিকা নুরজাহান বেগম, আমেনা খাতুন এনি প্রমূখ।
অনুষ্ঠানে গজল পরিবেশন করেন পঞ্চম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীগন একাডেমী’র সকল শিক্ষকদের হাতে বিদায়ীস্মৃতি উপহার তুলে দেন পাশাপাশি একাডেমী’র পক্ষ থেকে সকল বিদায়ী শিক্ষার্থীদের কে বিদায়ীস্মৃতি ক্রেষ্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী শিক্ষকদের মাঝে এক হৃদয় বিদারকঘন পরিবেশের সৃষ্টি হয়।#