
# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়াটার ফাইনাল খেলা ১৪ ডিসেম্বর রবিবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় মুখোমুখি হয় স্বাগতিক শহীদ মুনসুর স্মৃতি সংসদ ও বটিয়াঘাটা তরুণ সংঘ। খেলায় প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের স্বাগতিক শহীদ মুনসুর স্মৃতি সংসদ প্রথম থেকেই সারা মাঠ দাপিয়ে বার বার প্রতিপক্ষের গোলে হানা দেয়। বটিয়াঘাটা তরুণ সংঘের ডিফেন্স ও গোল রক্ষক প্রতিটি আক্রমন সফল ভাবে প্রতিহত করায় স্বাগতিক শহীদ মুনসুর স্মৃতি সংসদ গোল নামক সোনার হরিনের দেখা না পাওয়ার কারনে খেলা গোল শুন্য ড্র হয় এবং খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবুর অসাধারণ দক্ষতায় বটিয়াঘাটা তরুণ সংঘ ৩-০ গোলে পরাজিত হয় এবং স্বাগতিক শহীদ মুনসুর স্মৃতি সংসদ প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে। স্বেচ্ছাসেবী সংগঠন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক এইচ এম মাসুদুল ইসলামের স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ আনিস।
খেলা পরিচালনা করেন সুমন রাজু, আজিজুর রহমান ও আলী আকবর। খেলার ধারা বিবরনীতে ছিলেন মোঃ মুছা শেখ। খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ)। কোয়ার্টার ফাইনালের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্রীড়া সংগঠক এবং দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক ও মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম মাসুদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক মাঈনুল হাসান টুটুল, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রিড়া সংগঠক তাপস ব্যানার্জি।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা রয়েল আজম, সৈয়দ নিয়ামত আলী, এ্যাডভোকেট তাফসিরুজ্জামান, এইচ এম কামরুল ইসলাম কচি, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান, মুন্না সরদার, বাশির আহম্মেদ লালু, সাজ্জাত হোসেন, আবুল কালাম, কবীর চৌধুরী, সুলতান মাহমুদ বাদশা, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, বিপ্লব, এস এম মনিরুজ্জামান, শুভ গালিব, মাসুদুর রহমান, শেখ ফরিদ আহম্মেদ, জামাল শেখ, সৈয়দ শাহিনুর রহমান, মিরাজুল ইসলাম মিরান, ফেরদৌস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ।#