নিজস্ব প্রতিবেদক।। চট্রগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পি এইচ আমীন একাডেমির ৮৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইসমত আরা রুমার নিজস্ব উদ্যোগে গত ১৭ মার্চ চট্রগ্রামের একটি বিলাস বহুল রেস্টুরেন্টে ৮৫ ব্যাচেএ সহপাঠী ও সিনিয়র বন্ধুদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।
পি এইচ আমীন একাডেমির ৮৫ ব্যাচের ইসমত আরা রুমার আমন্ত্রণে ইফতার পার্টিতে সিনিয়র বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ৮৪ ব্যাচের কার্যকারী নির্বাহী পরিষদের বিপ্লবী সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং বিপণী বিতান নিউমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যতম নেতা বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব ও জানে আলম খোকন, বিপ্লবী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর সৈয়দ শাহনেওয়াজ রনি, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস চৌধুরী, ৮৪ ব্যাচের কার্যকারী নির্বাহী পরিষদের উপদেষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ নিজাম উদ্দিন জ্যাকি,৮৫ ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট রাজনীতিবিদ, ইমতিয়াজ সবুজ, আবদুস জাহের রাজু, কামাল উদ্দিন,মোরশেদ আলম, শামীমা আকতার, নিলুফা আকতার, বিদ্যা সাগর দেবনাথ,দিলিপ কুমার সহ অনেকেই।
ইফতার পার্টি শেষে আমন্ত্রিত সহপাঠীরা ইসমত আরা রুমা কে সুন্দর একটি সন্ধ্যা তোমার দেওয়ার জন্য লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#