আজ রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্স ১৯ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
এই জয়ে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট আছে পারটেক্সের। এর মধ্যে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছিল তারা। ১১ ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়ন ৫ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ পয়েন্ট পেয়েছিল। তাই ব্রাদার্স ও শাইনপুকুরের চেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার পথে বেশ এগিয়েই আছে পারটেক্স। আজকের ম্যাচে হেরে অবনমন নিশ্চিত হয়েছে শাইনপুকুরের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রুবেলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান করে পারটেক্স। তিন নম্বরে নেমে ৮টি চার ও ২টি ছক্কায় ১২০ বলে ১০০ রানের ইনিংস খেলেন রুবেল। এছাড়াও মোহাম্মদ রাকিব ৪৭ ও আহরার আমিন ৩৭ রান করেন। শাইনপুকুরের শাহিন আলম ৩টি, রহিম আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।
জবাবে ৪৮ দশমিক ৫ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাইনপুকুর। অধিনায়ক রায়ান রহমান ৫৯ ও শাহরিয়ার সাকিব ৪৯ রান করেন। বল হাতে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির ৩টি করে উইকেট নিয়ে পারটেক্সের জয়ে অবদান রাখেন।
ম্যাচ সেরা হন পারটেক্সের রুবেল।#