বিশেষ প্রতিবেদক……………………………………………..
কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্রণকালের নিরাপত্তা, সুর্শখল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে পূন:নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এএইচএম, খায়রুজ্জামান লিটন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতপাখা প্রতীকের মো. মুরশিদ আলম। তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৪শ’ ৮৩। সিলেট সিলেট সিটি কর্পোরেশনে ১ লাখ ১৮ হাজার ৬শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো: আনোয়ারুজবজামান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল। তার প্রাপ্ত ভোট ৫০ হাজার ৩২১।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অত্যান্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভোটারদের শত:স্ফুর্তভাবে ভোট দিতে দেখা গেছে। মোট ভোটারের ৪৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে সিইসি জানিয়েছে।১৫৫টি কেন্দ্রের সবক’টির ফলাফল প্রকাশিত হয়েছে। তবে কোন কোন ভোট কেন্দ্র ইভিএম এর ত্রুটি দেখা দিলেও ভোট প্রদানে কেন জটিলতার সৃষ্টি হয়নি।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, প্রবল বৃষ্টিপাত ও বন্যা উপেক্ষা করেও সিটের ভোটারগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সিলেটের ১৯০টি কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।েএই প্রথম রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।#