মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগের সামনের অংশে জমে গেছে হাঁটুসমান পানি। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতাল চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের প্রবেশপথ ও আশপাশের এলাকায় পানি জমে রয়েছে। রোগীদের কেউ হুইলচেয়ারে, কেউবা স্ট্রেচারে করে পানি ঠেলে হাসপাতালে ঢুকছেন। অনেককে কাদা-পানিতে ভিজে সন্তান বা বৃদ্ধ স্বজনকে নিয়ে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দুই-একদিন হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিনোদপুর এলাকা থেকে আসা এক নারী চিকিৎসাপ্রার্থী বলেন, “ডাক্তার দেখাতে এসে পুরো কাপড় ভিজে গেছে। হাসপাতালে ঢোকার আগে ও ভেতরে পানিতে হেঁটে যেতে হচ্ছে। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে এই ভোগান্তি আরও বাড়বে।”
নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসা অনেক রোগী ও স্বজনরা অভিযোগ করেন, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর যখন সিরিয়াল মেলে, তখন চারদিক পানিতে তলিয়ে যায়। ভিজে ও অসুস্থ শরীর নিয়ে এই দুরবস্থায় চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত অব্যাহত থাকায় হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।#