
নিজস্ব প্রতিবেদক: টিসিবি পণ্য আজ হবে কাল হবে করে নভেম্বর মাসের পণ্য কোন কার্ডধারী পায়নি। বহু প্রতিক্ষার পর নওদাপাড়ার ডিলার মের্সাস মাজেদা বেগম পণ্য বিতরণের সিদ্ধান্তের কথা জানালেন কার্ডধারীদের।নভেম্বর মাসের পণ্য গত ৭ ডিসেম্বর রোববার বিতরণ করে আজ সোমবার দুপুরে সময় কার্ডধারীদের জানালেন পণ্য দেয়া শেষ, আর দেয়া হবে না। এতে কার্ডধারী ক্রেতারা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং ক্ষোভ প্রকাশ করে ফিরে যায়। তবে ভুক্তভোগীদের ধারণা, পণ্য বিতরণে চরম অনিয়ম হয়েছে। যত সংখ্যক কার্ড দেয়া হয়েছে ততোটি প্যাকেজ দেয়ার কথা টিসিবির। কিন্তু ডিলার বলছে কার্ডের চেয়ে কম প্যাকেজ সরবরাহ করেছে টিসিবি, রাজশাহী কর্তৃপক্ষ কিন্তু কেন।
এব্যাপারে নওদাপাড়ার খলিল সরকারের মোড়ে অবস্থিত টিসিবি ডিলার মের্সাস মাজেদা বেগম বলেন, আমার কিছুই করার নেই, কার্ড অনুযায়ী পণ্য বিক্রি করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বরাদ্দকৃত তালিকার পর আরো বেশ কিছু ফ্যামিলি স্মার্ট কার্ড নতুনভাবে পেয়েছে অনেকে, কিন্তু সে অনুপাতে পণ্য সরবরাহ করা হয়নি। ফলে নতুন পুরাতন কার্ড চিহ্নিত করা সম্ভব হয়নি। এ সুযোগে নতুন কার্ডধারীরা এসে পণ্য নিয়ে গেছে। এতে আমার কিছুই করার ছিল না। ক্ষিপ্ত কার্ডধরিীদের টিসিবি ডিলার মের্সাস মাজেদা বেগম বলেন, আমার কিছুই করার নেই যা ইচ্ছে করতে পারেন।
ভুক্তভোগীরা রাজশাহী ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) অফিসের সাথে যোগাযোগ করলে তারা বলেন, নতুন ফ্যামিলি স্মার্ট কার্ডধরিীরা গতমাসের পণ্য পাবেন না, তারা ডিসেম্বর মাসের পণ্য যথারীতি পাবেন। এটা ডিলার ভুল করেছে। কিন্তু নওদাপাড়ার ঐ ডিলার বলেন আমি কোন ভুল করিনি। কিন্তু ডিলারের এই ভুল সিদ্ধান্তে যে ৫০ জনেরও বেশি ভুক্তভোগী পরিবার পণ্য পেল না এর দায় দায়িত্ব কার, সে বিষয়ে টিসিবি কর্তৃপক্ষ কিছুই বলেনি। তাহলে টিসিবি কর্তৃপক্ষ কি পণ্য না পাওয়া ভুক্তভোগীদের এ মাসে ডবল পণ্য সরবরাহে কোন ব্যবস্থা গ্রহণ করবেন- এমন জিজ্ঞাসা অনেকের। নাকি ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা টিসিবি কর্তৃপক্ষ নিবে। যদি টিসিবি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে টিসিবির উপর সাধারণের গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে করেন অনেকে।
ভুক্তভোগীরা এ ধরণের অনিয়মের আর যাতে পুনারাবৃত্তি না ঘটে সেজন্য একটি নৈতিক সমাধান আশা করেন।#