রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, ২ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ (৪৬), আওয়ামীলীগের কর্মী মো: সিদ্দিকুর রহমান (২০) ও মো: সুজন (৩২) । মুকুল শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মো: আব্দুল গফুরের ছেলে। সিদ্দিকুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মো: মতিউর রহমানের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাসিন্দা।
সুজন রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।#