মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দায়িত্বকাল শেষ হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) ক্লাবের শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত দুই বছরের সার্বিক কার্যক্রমের পাশাপাশি আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই দিনে বর্তমান কমিটির কাছ থেকে কমিশনের নিকট ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। পরবর্তীতে কমিশনের অধীনে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১৫ সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। সভায় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।#