# বাঘা (রাজশাহী)প্রতিনিধি……………..
রাজশাহীর বাঘায় দুইটি দেশীয় ওয়ান সুটার গানসহ রাকিবুল ইসলাম(৩৫)নামে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার গভীর রাতে বাঘা উপজেলার গোকুলপুর আবুতাহেরের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলাও করা হয়েছে। মনে করা হচ্ছে রফিকুল অস্ত্র ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশ রিমান্ডের কোন আবেদন জানায়নি। পুলিশ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আসামি রাকিবুল ইসলাম বেলপুকুর থানার ধাঁদাশ গ্রামের বাদশা আলীর ছেলে।#
এডিট: আরজা