রাজশাহীর বাঘায় অধিক মূল্যে সার বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
-
প্রকাশের সময় :
শনিবার, ২৩ জুলাই, ২০২২
-
১৫৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহী……………………………….
রাজশাহীর বাঘা উপজেলায় বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাঘা বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।
বাঘা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ জানান, কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাঘা বাজারে অভিযান চালানো হয়। সেখানে সরকারের নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ইউরিয়া সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাঘা বাজারের সার ডিলার সোনালী বীজ ভান্ডার এর সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, বাঘা উপজেলাধীন সার ডিলারগণকে সরকার নির্ধারিত রাসায়নিক সারের প্রতি কেজি বিক্রয়মূল্য যথা ইউরিয়া- ১৬/-, টিএসপি-২২/-, এম ও পি(পটাশ) -১৫ /- ও ডিএপি- ১৬/- বজায় রেখে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হলো। সম্মানীত ক্রেতাগণ এ বিষয়ে সতর্ক থেকে অধিক মূল্য দাবিকারক সার ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রদান করতে পারেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ