1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল, সভাপতি নান্নু সাধারণ সম্পাদক রিপন শিবগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ বন্যা: শিবগঞ্জে তিন ইউনিয়নে ছয় হাজার পরিবার পানিবন্দি, ২০টি সর: প্রা: বিদ্যালয়ে বন্যার পানি, পাঠদান ব্যাহত  রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নবোদ অর্থ বিতরণ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তানোরে মানববন্ধন অপরাধঃ বদরগঞ্জে জোরপূর্ব জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া- কামারপাড়া বিকল্প রাস্তায় চরম ঝুঁকি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
road construction logo road maintenance creative sign concept. Paving design template vector icon idea with highway. Transportation and traffic theme.

# নাজিম হাসান………………………

রাজশাহীর বাগমারার কামার পাড়া-হাটগাঙ্গোপাড়া পাকা রাস্তার বিকল্প রাস্তায় ঝুঁকিতে পথচারীরা। রাস্তাটির প্রশস্তকরণ শেষের দিকে। কানাইশহর নামক স্থানে নতুন একটি ব্রিজ নির্মাণ চলছে। ব্রিজের উত্তর পাশে বিকল্প এইচ বিবিকরণ ( ইট সোলিং) রাস্তা নির্মাণ করা হয়েছে। ভরাটকৃত রাস্তাটি সরু এবং যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের ভাষ্য, বিকল্প রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা সতর্কতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে সক্ষম হননি।

ভরাটকৃত মাটিতে যথাযথ রোলার ব্যবহার করা হয়নি। যার কারণে রাস্তাটি সহজে দেবে গেছে। কানাইশহর গ্রামের বাসীন্দা এবং ৫ নম্বর আউচপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, বিকল্প রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। রাস্তাটি প্রয়োজনমত প্রশস্ত করার দরকার ছিল। সরজমিনে গতকাল বৃহস্পতিবার  সকাল আটটার দিকে দেখা গেছে  সিমেন্ট বোঝাই একটি কার্ভাড ভ্যান যার নং ঢাকা মেট্রো- ট- ১৫-২৩০৪ আটকা পড়েছে।

সূত্র জানায় বুধবার রাত ১.৩০ মিনিটের দিকে ওই কার্ভাড ভ্যানের চাকা দেবে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সকালে অতিরিক্ত শ্রমিক এনে সিমেন্টের বস্তা নামানো হচ্ছে।

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ০১৭১৮-৮৫৮৫৯৫ মুঠোফোনে জানতে চাইলে, অপরপ্রান্ত থেকে জানানো হয় ৩০/৪০ টনের মালবাহী ট্রাক না চলাচল করলে কোন সমস্যা হতো না। ভরাটকৃত বিকল্প  রাস্তায় রোলার ব্যবহারে আরও সতর্ক হওয়া যেত না এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। বিকল্প রাস্তা নির্মাণে আলাদা বরাদ্দ থাকে কী না জানতে চাইলে তিনি তা স্বীকার করেন। ওই রাস্তায় কী পরিমাণ বরাদ্দ সে বিষয়ে বলেন, উপজেলা প্রকৌশলী জানেন।

কীসের ভিত্তিতে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছেন, তার সঠিক জবাব তিনি দেননি। ব্রিজ নির্মাণে প্রাক্কলিত ব্যয় সম্বলিত সাইনবোর্ড বা সতর্কীকরণ সাইনবোর্ড টাঙ্গানোর কথা থাকলেও সেটি করা হয়নি। তবে বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান এর সরকারি মুঠোফোনে জানতে চাইলে তিনি খোঁজ নিবেন বলে জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট