1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ মে ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে ফসলি জমি কেটে বালি পাথর উত্তোলন, ভ্রাম্যমান আদালতে ১জনের  জেল বাঘায় অবস্থান কর্মসূচির মাধ্যমে সড়কে চলাচল বিঘ্ন সৃষ্টির প্রতিবাদ-নিরাপদ সড়কের দাবি চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন জন নিহত তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সাতক্ষীরার শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত মেলেনি পিতৃ পরিচয়! পলাশবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার বাংলাদেশের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু কুষ্টিয়ায় যুবদল নেতার পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর তাহেরপুরে জব্দকৃত ভোজ্যতেল খোলা বাজারে বিক্রির নির্দেশ আদালতের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………….

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় পুলিশী অভিযানে জব্দ ২৫ হাজার ৭৯৪ লিটার তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে এই তেল বিক্রি করতে আদেশ দেন।

এছাড়া ভোক্তা পর্যায়ে প্রতিলিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। গতকাল মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এই নির্দেশ দেন। এসময় আদালতের জিআরও মো. আজিম হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ভোজ্যতেল বিলিব্যবস্থাপনার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জব্দকৃত ভোজ্যতেলের পরিমাণ অনেক বেশি হওয়ায় আলামত হিসেবে দীর্ঘদিন সংরক্ষণ বেশ দূরহ।

তাছাড়া দেশে ভোজ্যতেলের সংকট রয়েছে। তেলের মূল্য সাধারণের নাগালের বাইরে চলে গেছে। সার্বিক বিষয় বিবেচনায় আদালত টিসিবির অনুমোদিত স্থানীয় ডিলার মেসার্স মোবিদুল এন্টারপ্রাইজ ও মেসার্স বেলাল ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন। জিআরও আরও বলেন, জব্দকৃত তেল সমান দুই ভাগে ভাগ করে দুজন ডিলারকে বিক্রির জন্য বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত। বিক্রয়করসহ প্রতিলিটার তেলের মূল্য ১০৫ টাকা ৩৭ পয়সা বুঝে নিয়ে ডিলারদের মাঝে এই তেল বণ্টন করবেন বাগমারা থানার ওসি। পরে সেই অর্থ ওসি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক বরাবর প্রদান করবেন। হিসাবরক্ষক সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন।

এদিকে,একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল নিতে পারবেন। প্রতিলিটার তেলের মূল্য ভোক্তা পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এ ছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রæত প্রতিবেদন দাখিল করবেন ওসি।

উল্লেখ্য,গত ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসখার ৩নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় অবস্থিত থেকে ১৯ হাজার ২শ’২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল জব্দ করে জেলা পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সেখানকার তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপন খুলু (৪০)কে। তবে পালিয়ে যান মজুদকাÐে যুক্ত স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম খুলু। তাদের দু’জনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় মামলা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট