1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার মান্দায় লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি, গ্রেপ্তার ৯ রাণীশংকৈলে গণসংবর্ধনায় সিক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুল  বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন  রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার জামায়াতকে চাঁদা-অস্ত্রবাজ ও রগকাটার দল বলায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাজশাহী জেলা জামায়াতের তীব্র প্রতিবাদ বাঘায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমনের সৌজন্য সাক্ষাত-মতবিনিময় গাইবান্ধার সুন্দরগঞ্জে কতিপয় সন্ত্রাসীরা সাংবাদিক সুমার প্রাণনাশের হুমকি দিয়েছে মনের টানে বাঘায় আধ্যাত্বিক দরবেশের ওরশ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ

রাজশাহীর তানোরে জমির দখল নিতে কৃষককে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ………………………….

রাজশাহীর তানোরে অসহায় কৃষককে পিটিয়ে জখম ও ফসলি জমি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউপির ছাঐড় গ্রামে এই ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই শনিবার এ ঘটনায় আহত কৃষক ওয়াসিম আলী বাদি হয়ে আন্জুয়ারা বেগমকে প্রধান আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত ২৩ জুলাই শনিবার সকালে ছাঐড় গ্রামের তমিজ উদ্দিনের পুত্র ওয়াসিম আলী তার জমি চাষ করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় বিবাদী আন্জুয়ারার নির্দেশে হরিপুর গ্রামের হাতেম আলী ও নেজামপুর গ্রামের আলাউদ্দিনের নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে ওয়াসিম আলীকে পিটিয়ে জখম ও তার জমি জবরদখল করে নেয়। খবর পেয়ে ওয়াসিমের স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এখানো তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। এতে বাদির পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে, প্রাণ হারানোর ভয়ে তারা বাড়ির বাইরে আসতে পারছে না, পরিবারটি প্রায় অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে ওয়াসিম আলীর ছোটভাই তরিকুল ইসলাম বাড়ি থেকে বাজারে আশার পথে তাকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে নেজামপুর গ্রামের আলাউদ্দিন আলী। ফলে আইনের আশ্রয় নিয়ে নিরহ কৃষক পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে। এবিষয়ে আহত ওয়াসিম আলী জানান, ওই জমি নিয়ে মামলা ছিল তারা রায় পেয়ে বিগত ২০১৫ সাল থেকে শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছেন। অথচ এর আগেও ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখল করেছিল আন্জুয়ারা ও হাতেম বাহিনী, তারা আইন আদালত কিছুই মানতে চায় না। তারা তাকে সেদিন হত্যার জন্য ব্যাপক মারপিট করেছে। এমনকি কমোরে অনেক আঘাত করেছে, ব্যাথায় নড়াচড়া করতে পারছি না।

এবিষয়ে আন্জুয়ারা এসব অভিযোগ অস্বীকার করে জানান তার জমিতে চাষ করা অবস্থায় ওয়াসিম বাধা দিয়ে তাদেরকেই মারপিট করেছে। এবিষয়ে হাতেম আলী ও আলাউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেন। তানোর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই নজরুল ইসলাম জানান গত রোববার ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষই মারপিট করেছে। তিনি বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট