রাজশাহীর চারঘাটে ৫৫৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার
-
প্রকাশের সময় :
শনিবার, ২৫ জুন, ২০২২
-
২৭৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
# লিয়াকত হোসেন, রাজশাহী………………………………..
রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফ পুর ইউনিয়নের চক মোক্তারপুর এলাকায় (২৪জুন) দিবাগত রাত্রী ০২.৩০ মিনিটের সময় র্যাব–৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে ৫৫৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ হায়দার আলী হয়দুর (৪৮) কে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী হলো, চারঘাট উপজেলার চক মোক্তারপুর (চকপাড়া) এলাকার মৃত রহিম উদ্দীনের ছেলে। র্যাব সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব–৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে,চারঘাট থানাধীন চক–মোক্তারপুর ক্যাডেট কলেজের মোড়ে কতিপয় মাদক ব্যাবসায়ী ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ অবস্থান করছে উক্ত সংবাদ ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা ০২টি প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ৫৫৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। অপর ০২ জন ব্যক্তি কৌশলে পশ্চিম দিকে রাতের আধাঁরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। চারঘাট থানায় মাদক ১৯৭৪ এর ২৫–ই(১)(ন)/২৫–উ ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#
সান
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ