মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুকুল (৫০), পিতা মৃত লুৎফর রহমান, সাং-মাদারপুর এবং মোঃ টিটু (২২), পিতা মোঃ আলাউদ্দীন, সাং-তালতলা। তারা দু’জনেই রাজশাহীর গোদাগাড়ী থানার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ওবায়দুল্লার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করে। র্যাব জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।#