1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত

রাজশাহীর কাটাখালীতে র‍্যাব-৫ এর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জেসমিনের গাঁজার চালানসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর কাটাখালী এলাকায় র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।

্যাব জানায়, কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজার চালান এনে রাজশাহীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৪ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয়— ১️. মোঃ আশাদ খাঁ (২১), পিতা-মোঃ এনায়েত খাঁ, মাতা-মোসাঃ লেবিনা বেগম, সাং-শিরোইল, থানা-বোয়ালিয়া; ২️. মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মৃত পালু মন্ডল; ৩️. মোছাঃ সাবিনা বেগম (৪০), পিতা-মৃত পলান, স্বামী-মৃত পালু মন্ডল; উভয় সাং-মিরকামারী পশ্চিমপাড়া, থানা-কাটাখালী, রাজশাহী মহানগর।Open photo

্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাঁজার বিশাল চালান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তার নির্দেশে তারা গাঁজার ডেলিভারি দিত। পরবর্তীতে র্যাব সদস্যরা জেসমিনের বাড়িতে অভিযান চালালেও সে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও পলাতক আসামি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়— “দেশ থেকে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি মানুষকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।” এ ঘটনায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট