নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ এলাকায় সুদের টাকা আদায় নিয়ে প্রতিবাদ করায় শান্ত নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক নয়ন হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয়দের সাথে বলে জানা গেছে, নয়নের একটা সক্রিয় গ্যং এখনও রয়েছে। যাদের সদস্য রিপন, রুবেল প্রমুখ। সিলিন্দা এলাকার হালিম ও নয়নের সুদের টাকা লেনদেনের কোন্দল মেটাতে গিয়ে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ওমর ফারুক শান্ত সুদ বিষয়ে প্রতিবাদ করলে নয়ন, রুবেল, রিপন গ্যাং এক সাথে তার ওপর হামলা চালায়। আহত শান্তকে মেডিকেলে নেয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণ ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শান্ত মারা গেছে বলে কর্তব্যরত ডা: জানায়।
রাজপাড়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে হামলায় কারা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে নিহতের শরীরে কাটা জখম সনাক্ত করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল। #