নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রেলগেট মোড়ে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে ও মাথায় লাল ফিতা বেঁধে অবস্থান নেন। এসময় তারা সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের দশম গ্রেড হাতছাড়া। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনবোধে কঠোর আন্দোর কর্মসূচি দিতে বাধ্য হবো। একইসঙ্গে তারা দশম গ্রেড বহাল রেখে ৭ দফা দাবি জানানো হয়। শিক্ষার্থীদের ৭ দফা দাবি গুলো হলো, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ। উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা। প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য কোনো ক্যাডারে নিয়োগ বন্ধ। শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন ও ল্যাব-ওয়ার্কশপে পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ নিশ্চিত। প্রকৌশল খাতকে টিকিয়ে রাখতে কোর্স কারিকুলাম আধুনিকায়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী রুহুল আমিন,আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুল প্রমুখ।#