লিয়াকত হোসেন …………………………………….
রাজশাহী মহানগরীর সপুরা ও নওদাপাড়া এলাকায় একটি নকল কসমেটিকসের কারখানায় (২১জুলাই) বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সপুরা ও নওদাপাড়া এলাকার বিএসওয়াই কসমেটিকস এন্ড টয়লেট্রিজ এর কারখানায় অভিযান পরিচালনা করে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিকস জব্দ করা হয়।
এসময় নকল প্রসাধনী তৈরীর দায়ে বিএসওয়াই কসমেটিকস এন্ড টয়লেট্রিজ এর স্বত্ত্বাধীকারী মোঃ ইউসুফ আলিকে ৬৫,০০০/ জরিমানা এবং নকল কসমেটিকস ও মালামাল গুলো ধ্বংস করে ফেলা হয়। উক্ত অভিযানে সহায়তা প্রদান করেন রাজশাহী জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ টিম সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে যানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।#