1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সুন্দরগঞ্জে  মহিলা দলের  বর্ণাঢ্য র‌্যালী্  ও আলোচনা সভা ধামইরহাটে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে উত্তাল রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি গিয়াস উদ্দিন নয় মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পানি বন্দীদের প্রবাসী মিঠুর মানবিক সহায়তা ঢাকসু-জাকসুতে প্রমাণ হয়েছে মানুষ জামায়াতকে ভোট দেবে : মুজিবুর রহমান রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা নওগাঁর আত্রাই থানা বান্দাইখাড়া বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শীতের আগমনী বার্তা বইছে প্রকৃতিতে, পঞ্চগড়ে হঠাৎ শীতের দেখা

রাজশাহীতে চোখ ওঠা রোগের ড্রপ দ্বিগুণ দামেও মিলছে না

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………….

রাজশাহীর আশেপাশের এলাকায় চোখ ওঠা রোগের প্রদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে বাড়ছে চোখ ওঠা রোগীর সংখ্যা। এতে দেখা দিয়েছে চোখের ড্রপের ব্যাপক চাহিদা। ড্রপরে সাথে সাথে চাহদিা বডে়ছেে কালো চশমার। কারণ কোন ব্যক্তি চোখ ওঠা ব্যক্তরি চোখরে দকিে তাকালইে তনিওি আক্রান্ত হচ্ছনে এই ছোঁয়াচে রোগ।ে কন্তিু রোগীরা ব্যবস্থাপত্র নযি়ে র্ফামসেতিে গলেওে মলিছে না চোখরে ড্রপ।

 

এতে ভোগান্ততিে পড়ছেনে রোগীরা। কিন্তু বাজারে চাহিদামত চোখের ড্রপ পাওয়া যাচ্ছে না। এক শ্রেণির আসাদু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের দ্বিগুণ দাম আদায় করছে। গতকাল শুক্রবার ভবানীগঞ্জ বাজার ও তাহেরপুর বাজার ঘুরে চোখ ওঠা রোগের কোন ড্রপ পাওয়া যায়নি।

 

এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত সপ্তাহ দুয়েক ধরে এই জেলা ও আশেপাশের এলাকায় ব্যাপক হারে চোখ ওঠা রোগ দেখা দেয়। মহিলাদের তুলনায় পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়। আবার শিশুদের মধ্যেও এই রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়্ । আস্তে আস্তে এই রোগটি গোটা উপজেলা ব্যাপি ছড়িয়ে পড়ে।

 

কয়েকজন রোগির সাথে কথা বলে জানা গেছে, আগে চোখ ওঠা রোগের বিভিন্ন কোম্পানীভেদে একেকটি ড্রপের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা । এখন সেই ড্রপ ১শ’ থেকে দেড়শ’ টাকায় কিনতে হচ্ছে।

 

এই বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে উপজেলা কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুল হক মাফু বলেন, আমাদের সমিতির আওতাভুক্ত কোন দোকানদার কোন ওষধের দাম বিন্দুমাত্র বেশি নেওয়ার সুযোগ নেই। ব্যাপক হারে চোখ ওঠা রোগ দেখা দেওয়ায় গত কয়েকদিন আগে চোখের ড্রপের সংকট দেখা দিয়েছিল। তবে আজ থেকে এই সংকট কেটে গেছে। কোম্পানীগুলো ব্যাপক হারে চোখের ড্রপের সাপ্লাই দিয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী জানান, ভাইরাসজনিত চোখ ওঠা রোগটি দ্রæত ছড়িয়ে পড়ছে। তবে আতঙ্কিত না হয়ে এ রোগে সতর্কতা অবলম্বন করা জরুরি। এছাড়া মানুষের অসুস্থতাকে জিম্মী করে কোন ওষধের দাম বেশি নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি উদ্ধর্তন কর্তপক্ষকে জানিয়ে প্রমান সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট