# রংপুর থেকে ফিরে এসে শাহাদৎ হোসেন খোকন ও মোছাঃ শাহরিন সুলতানা সুমা……………….
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ডঃ মোঃ ওয়াজেদ মিয়া ওরফে সুদার ভাঙ্গনা পরিবারের সদস্য মোঃ জয়নাল আবেদীন সাংবাদিক এর উপর হামলা মারপিট নিজ বিবাদীদের বেদম মারপিট সহ ৩০০ হাড়ি ভাঙ্গা আম গাছ, সুপারি গাছ কর্তন, ইরি বোরো ধান ঘাসমারা স্প্রে করে ৪০ লক্ষ টাকার সম্পদ ক্ষতি করেন আসামী মোঃ শাহআলম মন্ডল, বকু মন্ডল, মোঃ মাহামুদ মন্ডল, গণি মন্ডল গং ।
প্রকাশ থাকে যে, রংপুরের পীরগঞ্জ উপজেলার পাচগছি ইউনিয়নের বিরামপুর গ্রামের সিনিয়া মৎস্য পোল্ট্রী ডেইরী ফার্ম এর ব্যাপক ক্ষতি করেন। তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। মোঃ জোবায়ের মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় মোঃ শাহআলম মন্ডল, বকু মন্ডল, মোঃ মাহামুদ মন্ডল, গণি মন্ডল কে আসামী করে মামলা হলেও পীরগঞ্জ থানা পুলিশ কোন আসামী কে গ্রেফতার করতে পারেন নি। মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় মোঃ জোবায়ের মন্ডল এর পক্ষে হয়েছে।
উল্লেখ্য যে, রংপুরের হাড়ি ভাঙ্গা আম গাছের ক্ষতি করায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী আসামী মোঃ শাহআলম মন্ডল, বকু মন্ডল, মোঃ মাহামুদ মন্ডল, গণি মন্ডলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানয়িছে।
এব্যাপারে পুলিশ সুপার বি সার্কেল রংপুর মোঃ কামরুজ্জামান মুঠো ফোনে জানায় তদন্ত সাপেক্ষে জড়তিদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
রংপুরের পীরগঞ্জ উপজেলার অন্তর্গত ১১ নং পাচগছি ইউনিয়নের বিহাইমপুর গ্রামের ডাঃ ওয়েজেদ মিয়ার নাতি পরিবারের সদস্য মোঃ জয়নাল আবেদীন সাংবাদিক এর ৩০০ হাড়ি ভাঙ্গা আম গাছ কর্তন করেন আসামী মোঃ শাহআলম মন্ডল, বকু মন্ডল, মোঃ মাহামুদ মন্ডল, গণি মন্ডলকে গ্রেফতার ক রতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশ সুপার রংপুর, জেলা প্রশাসক সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান এলাকাবাসী।#