# মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন যুবনেতা আসলাম হোসেনের দোকান পোড়াকে কেন্দ্র করে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬.০০ টার দিকে উপজেলার শ্যামপুর হাট বাজার মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এর দুদিন আগে শ্যামপুর হাট বাজারে যুবনেতা আসলামের মুদি দোকান ঘর পুড়ে যায়। যুবনেতা আসলাম হোসেন ভীমপালশা গ্রামের তমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত রবিবার দিনগত রাতে কে-বা কারা দোকানটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এমনটি দাবি করছে আসলাম হোসেনসহ উপজেলার ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা। সভায় দেয়া বক্তব্যে নেতারা এ অভিযোগ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন বলেন, দুর্বিত্তের দেয়া আগুনে দোকান পুড়েছে। তবে বিষয়টি সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো সতর্ক হয়ে ক্ষতিয়ে দেখা দরকার। কেননা অন্য ঘোটনাও ঘটতে পারে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানী আসলাম হোসেন দাবি করেন, তার দোকানে লক্ষাধিক টাকার নিত্যপ্রয়োজনীয় মালপত্র ছিলো। শত্রুতা করে কেউ আমার ক্ষতি করতে দোকানে আগুন দিয়েছে। তবে কে-বা কারা এই এগুন দিয়েছেন তা স্পষ্ট করতে পারেননি তিনি। পাশের কয়েকজন দোকানদার (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, আমরা ধারণা করছি ভেতর থেকে আগুন লাগতে পারে। এ একই ধারনা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দোকান পোড়ানোর প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম বিএনপির সভাপতি আব্দুল মালেক।এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর আর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সদস্য আব্দুল কাদের, সদস্য শামসুজ্জোহা শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব করিম মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনছার আলী মীর, সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।#