মো. শাহাদাত হোসেন খোকন/ সুমা, গাইবান্ধা প্রতিনিধি: মেসার্স লিমন অটো রাইস মিল নিয়ম নীতির তোয়াক্কা না করে দেদারসে মিল চালানোর ফলে খামার দশলিয়া নলডাঙ্গা সাদুল্যাপুর, গাইবান্ধার পরিবেশ দূষিত হয়ে উঠেছে। জনস্বার্থের কথা বিবেচনা করে মিলটি বন্ধ করে দেয়া দরকার বলে এলাকাবাসি মনে করে।
এ মিলের প্রোপাইটর মোঃ মমিনুল ইসলাম মমিন। লাইসেন্স নাম্বার ১০ তারিখ ০৩/১০/২০১৬ লাইসেন্স নং ২৩/২৩২২/২০২৩ স্হাপিত ০৩/০১/২০২৪ ইং খামার দশলিয়া নলডাঙ্গা সাদুল্যাপুর, গাইবান্ধায় এ ব্যবসা চালিয়ে আসছে। অথচ পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি নেই।পরিবেশ অধিদপ্তরের বিনা অনুমতিতে এধরণের একটি বৃহৎ প্রতিষ্ঠান কিভাবে চলছে তা কারো বোধগম্য নয়।
আবাসিক এলাকায় এ মিলটি প্রতিষ্ঠিত হওয়ায় ধোঁয়া, মলা আবর্জনা, ধানের খোসা বা পাতান এলাকায় পচে দুর্গন্ধের সৃষ্টি করে এলাকার পরিবেশ কলুসিত করছে। এলাকাবাসী চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। মিলে বদ্ধ পঁচা পানি মশাার বংশ বিস্তারে সহায়তা করছে। এতে করে এলাকায় মশা মাছির উপদ্রুব ও অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে।সমগ্রহ নলডাঙ্গা এলাকায় যে কোন সময় ডায়রিয়া, কলেরা ও ম্যালেরিয়া রোগের মত সংক্রামণ ব্যাধিতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জনস্বার্থের কথা ভেবে মিলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে সচেতন এলাকাবাসি মনে করেন। এব্যাপারে জেলা প্রশাসক, শিল্প মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।#