গোলাম রব্বানী, গোপালগঞ্জ থেকে……………………………………………………..
নড়াইল পৌর শহরের শিল্প কলা একাডেমীতে চলছে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমা। দিন যত যাচ্ছে ততই সাধারণ দর্শকদের ভিড় বাড়ছে গোপালগঞ্জে শিল্প কলা একাডেমীতে । এসময় সিনেমাটি দেখতে আসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন নড়াইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী। পাশাপশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন সিনেমাটি দেখতে। আর হল থেকে বেড়িয়ে তারা বেশ সন্তোটি প্রকাশ করছেন।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ গত ১৩ অক্টোবর দেশের ১৫২টি প্রেক্ষাগৃহের সঙ্গে গোপালগঞ্জে শিল্প কলা একাডেমীতে মুক্তি পেয়েছে।
জানা গেছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বায়োপিকটির প্রদর্শনী চালু হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিনেমাটি দেখে খুবই ভালো লাগলো। নির্মাণও অনেক সুন্দর। বঙ্গবন্ধুর আদর্শ এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। এবং এই সিনেমাটি দেখে বঙ্গবন্ধুর জীবন, আদর্শসহ তাকে নিয়ে অনেক কিছুই জানা হলো। প্রত্যেক বাঙালির এই সিনেমা একবার হলেও দেখা দরকার।#