বিশেষ প্রতিনিধি: প্রবাসে থেকে মানুষের খোঁজ খবর নিয়ে অতীতে পাশে ছিলেন আগামীতেও থাকতে চান। অতীতে মসজিদ মাদ্রসা,এতিমখানাসহ অসহায় মানুষকে আর্থিক সহায়তা করে পাশে দাড়িয়েছেন প্রবাসী আমিনুল ইসলাম মিঠু।
তিনি বিএনপির একনিষ্ট কর্মী হিসেবে দলের হয়ে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। জনগণের পাশে থাকাই তার প্রতিজ্ঞা। তিনি কোন কিছু নিতে চান না,সবকিছু উজার করে দিতে চান। তার ফেসবুক পেইজে স্ট্যাটাট দিয়ে বলেছেন, আমি আপনাদের মাঝে আসতে চাই,আপনাদের সেবা করতে চাই। আমাকে যদি সুযোগ দেন তাহলে রাজশাহীর বাঘা-চারঘাটকে স্মাট থানা হিসেবে গড়তে চাই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে সন্ত্রাসমুক্ত সুন্দর পরিবেশ তৈরিসহ স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে জনসেবা করার আমার ইচ্ছা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী- বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
মিঠুর নিজ গ্রাম চন্ডিপুর মসজিদের সাবেক সভাপতি সমির উদ্দীন জানান, দোতলা নির্মাণসহ টাইলস এর ব্যবস্থা করে দেন। সেখানকার স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দীন বলেন, মিঠু এ জনপদের মানুষের জন্য সৌভাগ্যের। এবারে বণ্যায় চর এলাকার পানিবন্দী ও ওপরে বৃষ্টির পানিতে আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসবে আর্থিক সহায়তা দিয়েছেন। চরে দুই পক্ষের গোলযোগে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পূর্ণঃনির্মাণের জন্য সহযোগিতা করেছেন।
হাসিবুল ও হাজেরা জানান,লজ্জায় যে কথা কাউকে বলতে পারছিলেন না, এমন এক সময়ে মিঠুর আর্থিক সহযোগিতা আমাদের কাজে এসেছে। মিঠুর বাবা আবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মেলেটারি বলেন,অতীতের সেবা, আগামীর প্রেরণা। মিঠুর উদ্যোগে ঈদুল ফিতরে অসহায় – দুস্থদের কয়েক ধাপে যাকাতের শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। চারঘাটের সোনাদহ গ্রামে মসজিদ নির্মাণ করে দেওয়াসহ সুপেয় পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান। নিজ দলের কিছু নেতার অমানবিক নির্যাতনের স্বিকার, চারঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছেন প্রবাস থেকেই। ভবিষ্যতেও তার মতো যেকোন প্রয়োজনে চারঘাট-বাঘার নির্যাতিত ও ত্যাগী কর্মীর পাশে থাকবেন! অনেকের ভাষ্য, সাংগঠনিক কিংবা সামাজিক কর্মকান্ডে কথার চেয়ে বাস্তবতায় ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ববান পালন করেছেন আমিনুল ইসলাম মিঠু।
কথা হলে মিঠু বলেন, রাজনীতিতে ত্যাগী কর্মীরাই একটি দলের মূল ভিত্তি । তার মতে, রাজনীতির মাটিতে যারা প্রতিকূলতার মধ্যে দিয়ে সংগঠনকে শক্ত করেছে তারাই আসল সম্পদ। কিছু অসাধু নেতা, রাজনীতিকে পুঁজি করে ত্যাগী কর্মীদের মাথা বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবসা করেছে। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে হলে নেতাদের নয়, আগে কর্মীদের মূল্যায়ন করতে হবে। কারণ কর্মীরা যদি হারিয়ে যায়, তাহলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।#