# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি………………………………….
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী মো. ফজর আলী গাজী (৭১) মারা গেছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজর আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)বন্দী ছিলেন।
গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. পিয়াসসহ কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ফজর আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা। তার বন্দী নম্বর ৪০৯১২/২২)। তার বিরুদ্ধে ১৯৭১ সালের ৫ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়।#