1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিদুৎস্পর্শে এক নারীর মৃত্যু! বাঘায় ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার দ্বন্দ্বে ছোরার আঘাতে আহত শরিফ রামেকে ভর্তি তানোরে জরাজীর্ণ ভবনে নাগরিক সেবা,  জীবনের ঝুঁকি নিয়ে চলছে বাঁধাইড় ইউনিয়নের অফিস কার্যক্রম সুন্দরগঞ্জের চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নানাবিধ সমস্যা জর্জড়িত চারঘাটে বিএসটিআই’র অভিযান, নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা জুন মাসে হারানো ১৪৫ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে দিল আরএমপি  পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ  সুন্দরগঞ্জের রিশামনি আক্তার কে  চিকিৎস্যার জন্য সরকারি আর্থিক সহায়তা প্রদানের দাবি পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

মহিলা রেল গেটম্যানর উপর সন্ত্রাসী হামলা, ব্যবস্থা নিচ্ছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী মহানগরের রেলগেটে কর্তব্য পালনের সময় তানজিলা নামের এক মহিলা গেট কিপারকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।এই ঘটনায় দু’ সন্ত্রাসীকে আটক করেছে রাজশাহী রেলওয়ে পুলিশ। আটককৃতরা হচ্ছেন নগরীর বাশার রোডের নূর মোহাম্মদের ছেলে তুষার( ৩০) ও নগরীর ভদ্রা জামালপুরের মৃত সাহিত্যের ছেলে তুষার (২৮)।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনাটি নিশ্চিত করে বলেন,বিষয়টি জানার সাথে সাথেই তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনা স্থলে যান এবং ওই দু’জন সন্ত্রাসীকে আটক করে থানা নিয়ে আসেন। এবিষয়ে ভিকটিম নিজেই বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গেট কিপার তানজিলা বলেন,১৮ মে, বুধবার দুপুর ১২-১০ মিনিটে ঢাকা থেকে রাজশাহী গাভী ধুমকেতু ট্রেনটি ভদ্রা রেলগেট পার হবার আগমহুর্তে গেটম্যান তানজিলা গেটের বার ফেলে গেট বন্ধ করেন।ঐসময় আটকদ্বয় গেটের বার তুলে পারহবার সময় নিষেধ করলে তাকে অকথ্যভাষায় গালি-গালাজ করে গেট পারহয়। ট্রেনটি গেট পার হয়ে যাবার পর ওই সন্ত্রাসী দ্বয় ,তার স্বামী মিজানুর রহমানকে মোবাইল করে ভদ্রা গেটে ডাকেন। মিজানুর ভদ্রাগেটে আসা মাত্রই তারা তাকে ও তার স্বামির উপর চড়াও হয়।

পশ্চিম রেলের‌ মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন।বিষয়টি খুবই দুঃখজনক। তিনি রেলওয়ে থানাকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন। পুলিশ ২ জনকে আটক করেছে।

তিনি আরো বলেন, রেলওয়ের গেটগুলো রেলের নিজস্ব যায়গায়।তাই সংরক্ষিত এলাকার ভিতরে পড়ে। গেট গুলোতে মানুষজন সহ যান চলাচলের জন্য ব্যবহার করতে দেয়া হয়েছে।তবে গেট পারাপার নিজ দায়িত্বেই করতে হবে। এখানে কেউ হতাহত হলে সে দায় রেলের নয়।বরং হতাহতের কারনে চলন্ত ট্রেনের ক্ষতিসাধন ও যাত্রী নিরাপত্তা আইনে হতাহতের উপর মামলার বিধান আছে। তবুও রেল কতৃৃপক্ষ মানুষজনের জানমালের নিরাপত্তা র জন্য রেলওয়ে গেটম্যান রেখেছেন।সন্ত্রাসীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান রেলের এই কর্মকর্তা।

অন্যদিকে গেটকিপারেরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। এছাড়া প্রতিদিন মানুষ জনের গালিগালাজ সহ শারীরিক ,মানষিক ও দৈহিক নির্যাতনে শিকার । তারা আরো বৃলেন,গেটে ট্রেন ঢোকার ৫-৭ মিনিক আগে গেটবন্ধ করলে তাদের বলে এইব্যাটা এত আগে বন্ধ করলি ক্যান,গেট তোল।এছাড়া অকথ্যভাষায় গালিগালাজসহ মারধরও করে।কর্তব্য পালনের সময় আমদের কোন নিরাপত্তা করেছেন। একই চিত্র সকল রেলে গেটের। গেটকিপারেররা তাদের নিরাপত্তার বিষয়টির জন্য রেলওয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট