
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে স্বপ্নচূড়া যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে স্বপ্নচূড়া যুব সংগঠনের উদ্যোগে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া খেয়াঘাট বাজারে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনে প্রায় ৯০ জনের অধিক সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু মানুষের রক্তের গ্রুপ জানা নয়,বরং সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবী রক্তদাতা তৈরি করা। ক্যাম্পেইনের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে একটি রক্তদাতা তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য,স্বপ্নচূড়া যুব সংগঠন ২০১৯ সাল থেকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে নিয়মিতভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি আগামীতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।#