# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকৃরণ পর্যায় প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) ধোবাউড়া উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ৩০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
ধোবাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাদিয়া ফেরদৌসীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নাছরিন আক্তার বানু, অতিরিক্ত উপ- পরিচালক তাহমিনা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার ফজলে রাব্বি, উপ-সহকারী কৃষি অফিসার গণ সহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।#