1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
নক্ষত্রের পতন ও একটি অসমাপ্ত বিপ্লবের আর্তনাদ: ওসমান হাদী ও নতুন ধারার রাজনীতি চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু, সড়ক অবরোধ ও পুলিশের স্থাপনা ভাঙচুর শিবগঞ্জে  হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শিবগঞ্জে হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ  ছাব্বিশ দিনেও ক্ষতের চিহৃ স্পস্ট দেখা গেলেও মেলেনি আইনি সহায়তা বাঘায় হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ  ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রংপুরের বদরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রেপ্তার সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল সহ যুবক আটক

ভোলাহাটে রিক্সা চালকের স্ত্রী জুলেখার  ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাৎ করলো মেম্বার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এম. এস. আই শরীফ,  ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরীব-অসহায় রিক্সা চালকের স্ত্রী জুলেখা ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে (সুদের উপর) মেম্বারকে টাকা দিয়েও কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা।

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের টানাপোড়েনের মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে। জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বাৎসরিক কার্ডের তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

Open photo

অভিযুক্ত মেম্বর আব্দুর রাকিব………

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। উপায়ন্তর না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেললেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্ বলেন, বিষয়টি আমার সচিবের কাছে শুনেছি। আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের স্ত্রীর কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।

এ বিষয়ে মেম্বার আব্দুর রাকিবের মোবাইল নম্বর ০১৭০৫৯০২৮২৬ যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১২ আগষ্ট আমি ইউএনও স্যারের সাথে কথা বলে এসেছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মিথ্যা প্রপাগাণ্ডা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট