# মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ খুলনার দাকোপে ইসলামী সমমনা দলসমূহের উদ্দ্যোগে আজ ৪সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা ডাকবাংলো মোড়ে ভারতে পুরোহিত কর্তৃক নবী (সঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি সাংসদের সেই বক্তব্যের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর দাকোপ উপজেলা সভাপতি মুফতী মোহাম্মাদ শফি এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা মোহাঃ তাবারক হুসাইন, পৌর সভাপতি আলহাজ্ব আবু দাউদ, পৌর সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, সেক্রেটারী অব: সেনা কর্মকতা আকতারুজ্জাম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ ওসমান কারিম, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি শেখ মুঃ মুহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ফারুকুজ্জামান , সেক্রেটারি মাওলানা ইকবাল হুসাইন,পৌর শাখা সভাপতি মুফতি খালিদ হোসাইন,সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম, যুব মজলিশের সভাপতি মাওলানা সোহরাব হুসাইন, সেক্রেটারি মুফতী মুস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাইদ, সেক্রেটারি প্রফেসর জিএম ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আল: জি এম ইমদাদুল হক,পৌর শাখার সভাপতি মাওঃ জিএম আক্তারজ্জামান,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর সভাপতি ইবৃরাহিম খলিল, সাধারণ সম্পাদক মুরসালিন, ছাত্র মজলিশের আহবায়ক মোহাম্মাদ জোবায়ের, ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা.কে নিয়ে হিন্দু সম্প্রদায় কটুক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই।দেশের সরকারের উচিত ছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা,তা না করে বরং বিজেপি সরকারের সাংসদ সেই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব মুসলিমের মধ্যে ক্ষোভের দাবালন জ্বালিয়ে দিয়েছে৷ মহানবী সা.কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না।
অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে তারা বলেন, কুটনৈতিকভাবে তাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে । ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না। বক্তরা আরও বলেন, মহানবী সা.কে মুসলমানগণ নিজের জান-মালের চেয়েও বেশি ভালবাসেন এবং এটা ঈমানের অংশ। সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ করেই যাবে। প্রয়োজনে নবীর মান ও ইজ্জত রক্ষায় মুসলমানরা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত।
দেশ থেকে স্বৈরাচারী সরকার পালিয়েছে। ভারতের দালালদেরকও ঈমানদার জনতা হঠাতে সময় নিবে না। ভারত বাক স্বাধীনতার নামে মুসলমানদের রাসুলকে নিয়ে অপমান করলে মুসলমানরা নিরবে বসে থাকবে না। তারা জীবন দিয়ে প্রতিবাদ ও প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
তিনি অবিলম্বে ভারতকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা থেকে ফিরে আসার আহ্বান জানান এবং কটুক্তিকারী পুরোহিতক ও তার বক্তব্য সমর্থনকরী বিজেপি নেতার গ্রেফতার করে শাস্তির মুখোমুখির দাবী জানান।#