
এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি):পাবনা জেলার ভাঙ্গুড়ায় বৃহস্পতিবার (২৫ শে ডিসেম্বর ২০২৫) সকাল দশ ঘটিকায় ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং-এর আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।প্রথম স্থান অর্জনকারী ৫০০০টাকা নগদ ও মেধা বৃত্তি সনদ পেয়েছে। শরৎনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ রাওনাফ হোসেন। ২য় পুরস্কার জিতেছে মাহিয়া খাতুন এবং ৩য় পুরস্কার জিতেছে জান্নাতুল ফেরদৌস লাইবা।মোট ৩৫ টি পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পরে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ এম মকবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং-এর পরিচালক মোঃ ঠান্টু আলম। তিনি তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং সব সময়ই শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন VISION S Television এর ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি,বিশিষ্ট কবি ও লেখক ভাঙ্গুড়ার কৃতিসন্তান মোঃ মনিরুজ্জামান মনির। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।#