1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ, মূলহোতা মাসুম গ্রেফতার তানোরে খাদ্য গুদামের বস্তায় চাল কম জানতে চাওয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত রাসিকের দৈনিক মজুরি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ভবনের সামনে অবস্থান ও  বিক্ষোভ ইউএনও কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫: ২-০ গোলে জয়লাভ, ফাইনালে মনিগ্রাম রামপালে কৃষি ব্যাংকের কৃষি ঋণ প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ ঈশ্বরদীতে দু’দিনব্যাপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় সিভিল সার্ভিসে নতুন কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের  উদ্বোধন

বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ, মূলহোতা মাসুম গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূলহোতা আসামি মোঃ মাসুম মন্ডল (২৭) কে রাজশাহীর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫, সদর কোম্পানি।

্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা যায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকল ধরনের অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম একজন সহজ-সরল ও নিরীহ মহিলা। ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর প্রেমের পর গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুম দেশে ফিরে ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে বিবাহের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে মাসুম ভিকটিমকে জাল দলিল দেখিয়ে ভুয়া বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে তাকে স্ত্রীর মর্যাদা দেয় এবং গাজীপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে মাসুম বিষয়টি জানতে পেরে পালিয়ে যায়। ভিকটিম পরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে আসামি তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়।

পরবর্তীতে নিরুপায় হয়ে ভিকটিম আদালতের শরণাপন্ন হলে, আদালত বগুড়া শিবগঞ্জ থানা পুলিশকে ধর্ষণ মামলা গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা নং–০৩, তারিখ–০১/০৯/২০২৫, ধারা–নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০২০-এর ১৯(১) অনুযায়ী মামলা রুজু হয়। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর র্যাব পুলিশের পাশাপাশি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২৫ রাত ১২টা ৫ মিনিটে র্যাব-৫, সদর কোম্পানির একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা আসামি মাসুম মন্ডলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বাড়ি উধুলি পূর্বপাড়া, শিবগঞ্জ, বগুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র্যাবের এক কর্মকর্তা জানান, সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে র্যাব সবসময়ই সংবেদনশীল এবং ভবিষ্যতেও এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট