মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি :
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন রাজশাহীতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নগরীর সপুরা গোরস্থানে তার কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন নিহত পাইলটের নানা মো. আজিজুর রহমান।
তিনি বলেন, “ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরের পর যেকোনো সময় তৌকিরের মরদেহ রাজশাহীতে পৌঁছাবে। এরপর নগরীতে জানাজা শেষে তাকে দাফন করা হবে সপুরা গোরস্থানে।” তৌকিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীর উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামের বাসাটিতে, যেখানে তার পরিবার ভাড়া থাকত। বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আজিজুর রহমান।
তিনি বলেন, “এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ আমার নাতিকে জান্নাত নসিব করুন।” নিহত তৌকিরের বাবা মো. তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন সৃষ্টি খাতুন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা তৌকিরের লাশের সঙ্গে রাজশাহীতে ফিরবেন বলে জানিয়েছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। তার স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে থাকেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই বিমানের একমাত্র পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন তৌকির ইসলাম সাগর। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বিমান বাহিনী।
তৌকিরের অকাল মৃত্যুতে রাজশাহীসহ তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে শোক ও দোয়ার বন্যা বইছে।#