বিশেষ প্রতিনিধি …………………………………………………………………
রাজশাহীর বাঘা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারকে সংর্বধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে তাকে সংর্বধনা দেওয়া হয়।
বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকরা বিদায় নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
বক্তব্যকালে নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরি কালিন সময়ে বাঘা প্রেস ক্লাবের সংবাদকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা করবেন।
প্রেস ক্লাবে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সংবাদ কর্মীরা নিজের সংগৃহিত সংবাদ সরবরাহ করে দায়িত্বশীল ভূমিকা পালন করে বলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। আপনাদের দায়িত্বশীল ভূমিকা, আমাকে মনে করিয়ে দিবে আপনাদে কথা। অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,বাঘা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম।
উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক লালন উদ্দিন, প্রচার সম্পাদক ফজলুর রহমান মুক্তা,সদস্য আব্দুল হামিদ মিঞা, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, সুব্রত কুমার, মোস্তফিজুর রহমান, আবদুস সালাম, প্রমুখ।
উল্লেখ্য, বাঘা উপজেলার বদলি নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার পার্শবর্তী লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্মতা হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে। বাঘায় যোগদান করবেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। #