স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ আমরা দেখতে পাচ্ছি গত চারদিন ধরে লক্ষিকুন্ডা ও সাহাপুর ইউনিয়নে বিএনপির একজন মনোনয়ন প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে মহরা ও স্লোগান দিচ্ছে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দু’টি ইউনিয়নকে জিম্মি করে ফেলেছে বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
গতকাল শনিবার রাতে ঈশ্বরদীর দাশুড়িয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ মালিথা । বিএনপি নেতা আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে রেল শ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আহসান হাবিব,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, মহিলাদলনেত্রী শামিমা সাথী, মজিবর রহমান মেম্ম¦র, সেন্টু সরদার, বিষ্ট সরকার,ইসলাম হোসেন জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন,বিভিন্ন স্লোগান দিয়ে তারা যে কির্তি, যে লিলাখেলা দেশবাসীকে দেখিয়েছে তাতে কি জনগণ বিএনপিকে ভোট দিবে ? শুধু তাই নই, তাদের চেহারা দেখলেইতো বোঝা যায় সেই মনোনয়ন প্রত্যাশী নেতা এমপি হলে ঈশ্বরদী বাসীর কপালে কি ঘটবে।
পিন্টু উপস্থিত জনতাকে আরও প্রশ্ন রেখে বলেন,আপনারা কি মিডিয়ায় ও ফেসবুকে দেখেননি, চারদিন ধরে তাদের কির্তি কলাপ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে? তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আমরা একটা বর্বর যুগে বাস করছি।#