# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)এর সংসদ সদস্য প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর) এর নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে প্রার্থীর বাড়ি সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে আগুন নিভিয়ে নিয়ন্ত্রনে নেওয়া হয়। তবে কে বা কারা এ অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি।
প্রার্থীর পক্ষ থেকে পেট্রোল বোমা হামলার অভিযোগ করা হলেও পুলিশ বলছে, কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(বাঘা-চারঘাট)আসনের প্রার্থী আব্দুস সামাদ বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাঘা বাজারের পূর্বে মুসা মার্কেটে নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে দলের মুখ্য সমন্বয়কারী ড. কামরুল আহসান, দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী টুংকু মুকিত, উপজেলা কমিটির সমন্বয়কারী রুবেল আহমেদসহ দলীয় নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভা করা হয়।
সভা শেষে নেতাদের বিদায় দিয়ে বাড়ি ফিরেন। রাত ১২টার দিকে তার বাড়ি সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে অগিসংযোগ করা হয়। আগুন নিয়ন্ত্রনের আগে কার্যালয়ের বেশ কিছু অংশ পুড়ে যায়।
বিষয়টি তাৎক্ষনিক থানাসহ কেন্দ্রীয় নেতাদের অবগত করেন। নিরাপত্তাসহ দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান আব্দুস সামাদ।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি দেখেছেন । মনে হয়েছে, কেরোসিন ঢেলে অগ্নি সংযোগ করা হয়েছে। দোষীদের সনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান ওসি।#