বিশেষ প্রতিনিধি………………
দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে ও হামলা ভাচুরের ঘটনা প্রতিরোধে মঙ্গলবার ( ০৬-০৮-২০২৪) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সভা করেছেন রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সায়মুন হোসেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম সেনা কর্মকর্তার আদেশে এ সভা আহ্বান করেন।
সভায় মেজর সায়মুন হোসেন বলেন,সোমবার প্রধান মন্ত্রীর পদত্যাগের পর বিজয় উল্লাস করতে গিয়ে অনেকের বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শান্তির বাংলাদেশ গড়ার বির্নিমানে আর যেন কোন ঘটনা না ঘটে। যদি অতিউৎসাহিত কেউ ঘটনা ঘটালে কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় নেওয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত নের্তৃবৃন্দ জানান আর কোন ঘটনা না ঘটে সেজন্য তারা ভ’মিকা রাখবেন এবং সহযোগিতা করবেন বলে জানান। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম,পৌর সভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক,জাতীয় পার্টির সভাপতি মইদুল ইসলাম,সাধারন সম্পাদক দুলাল হোসেন,আব্দুর রাজ্জাকসহ উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্তসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং বিএনপি-জামায়াত ও জাতীয় পাির্টর নের্তৃবৃন্দ।
জানা যায়, গত সোমবার স্বৈরাচার সেখ হাসিনার পতনের পর, বিজয়ের আনন্দে মেতে উঠে বিক্ষুব্ধ জনতা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের ভেতরের চেয়ার টেবিল ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।
এসময় তারা কার্যালয়ের ভেতরে বাইরে থাকা ব্যানার ফেসটুন ও ছবি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা ভূমি অফিসের গেটসহ জানালার গ্লাস ভাংচুর করে। এছাড়াও আ’লীগ নেতা মাসুদ রানা তিলু,পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জমান, যুবলীগ নেতা শাহিনুর রহমান,শাহিন আলম,সাখায়াত হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়অ মাসুদ রানা তিলু জানান,বাড়িতে হামলা ছাড়াও নারায়নপুর বাজারে কয়েকজন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। হামলার টের পেয়ে জীবন বাঁচাতে তারা আতœগোপনে চলে যান।
সাংবাদিক নুরুজ্জামানের বাড়িতে গিয়ে দেখা যায়,বাড়ির ৯টা কক্ষের মধ্যে ৭টি কক্ষের টিভি ফ্রিজসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। যুবলীগ নেতা শাহিনুর রহমান জানান,তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। শাহিন আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ছাড়াও ২৫টি ছাগল ও গরু নিয়ে গেছে বলে জানান শাহিনুর রহমান।#