1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
 যারা আমাকে বিজয়ী করেছিলো তারা সবাই আমার জন্য কাজ করছে:  সাবেক এমপি  সিরাজুল ইসলাম সরদার বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ:এ কে এম ফজলুল হক মিলন ধোবাউড়ায় মটোরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগ, ভয়ে দুই গরু দিয়ে মীমাংসা বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি গোদাগাড়ীতে বিএনপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সাংবাদিক এফ এম বুরহান এর নানার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া উচ্চ আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না লালপুরের অসহায় আদিবাসী নিরেন্দ্রনাথ পরিবার হাজারও মুসল্লীর ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক শিবলীর নানী গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার করেছে পুলিশ রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২, সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৪

বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর রোমাঞ্চকর ফাইনাল খেলা। এর খেলার আয়োজন করে বাঘা স্পোর্টস একাডেমি (জুনিয়র)। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারখাদিয়া বন্ধু একাদশ বনাম আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোলের দেখা পাননি। পরে ট্রাইবেকারে ১-০ গোলে বারখাদিয়া বন্ধু একাদশকে পরাজিত করে আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশিক ইকবাল হিমেল। তিনি বলেন , যুব সমাজের অনেকেই মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার কোন বিকল্প নেই। তাই তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক, যুবনেতা আরিফ ইসলাম, তরিকুল ইসলাম বিদ্যুৎ, আরাফাত হোসেন অনিক,ক্রীড়ামোদি রবিউল ইসলাম,সিফাত আহমেদ মৌসুম। স্থানীয় ক্রীড়াবিদ ও যুব সমাজের হাজারো দর্শক খেলা উপভোগ করেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা । আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে আট হাজার ও রার্নাস-আপ দলকে ছয় হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচি হয়েছেন-আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি দলের খেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি নাজমুল হক ব্যক্তিগত ভাবে প্রাইজমানি প্রদান করেন। ক্রীড়ামোদি কলেজ ছাত্র শান্ত মিঞা বলেন, খেলার এমন অয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট