# বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর রোমাঞ্চকর ফাইনাল খেলা। এর খেলার আয়োজন করে বাঘা স্পোর্টস একাডেমি (জুনিয়র)। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারখাদিয়া বন্ধু একাদশ বনাম আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোলের দেখা পাননি। পরে ট্রাইবেকারে ১-০ গোলে বারখাদিয়া বন্ধু একাদশকে পরাজিত করে আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশিক ইকবাল হিমেল। তিনি বলেন , যুব সমাজের অনেকেই মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার কোন বিকল্প নেই। তাই তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক, যুবনেতা আরিফ ইসলাম, তরিকুল ইসলাম বিদ্যুৎ, আরাফাত হোসেন অনিক,ক্রীড়ামোদি রবিউল ইসলাম,সিফাত আহমেদ মৌসুম। স্থানীয় ক্রীড়াবিদ ও যুব সমাজের হাজারো দর্শক খেলা উপভোগ করেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা । আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে আট হাজার ও রার্নাস-আপ দলকে ছয় হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচি হয়েছেন-আহম্মদপুর স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি দলের খেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি নাজমুল হক ব্যক্তিগত ভাবে প্রাইজমানি প্রদান করেন। ক্রীড়ামোদি কলেজ ছাত্র শান্ত মিঞা বলেন, খেলার এমন অয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর