
বিশেষ প্রতিনিধি ঃ ছবি সংযুক্ত মনোরম পরিবেশে কুরআন শিক্ষা, খেলাধূলার পাশাপাশি নিজস্ব খাদ্যাভ্যাসের একটি স্বতন্ত্র অনুষঙ্গ ‘পিঠা-পুলি’র আয়োজন করে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলের পর বাঙালির হাজার বছরের নিজস্ব খাদ্যাভ্যাসের একটি স্বতন্ত্র অনুষঙ্গ ‘পিঠা-পুলি’ নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম। এতে অংশগ্রহন করেন হাফেজ,মাওলানা ও স্থানীয় সুধিজন। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা হুমায়ন তারেক পলাশের সার্বিক তত্বাবধানে বাদ এশা মাদ্রাসার তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শিক্ষক বাবুল ইসলাম,শিক্ষক সাজেদুর রহমান প্রমুখ।
পরে পিঠা নিয়ে হাজির হয়েছিলেন- উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান এছা,কামরুল হোসেন,শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিয়া সহ আমন্ত্রিত অতিথিরা। সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানটির পরিচালক জানান,সকলের সহযোগিতায় কুলআন শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। #